স্বয়ংক্রিয় পদ্ধতিতে পার্টিশন তৈরির সময় সিস্টেম থেকে কি ধরনের তথ্য (যদি থাকে) মুছে ফেলা হবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
শুধুমাত্র লিনাক্স পার্টিশন (ইতিপূর্বে তৈরিকৃত লিনাক্স পার্টিশন) মুছে ফেলতে হলে সিস্টেমের সকল লিনাক্স পার্টিশন মুছে ফেলা হোক বেছে নিন।
হার্ড ড্রাইভ থেকে সকল পার্টিশন মুছে ফেলতে হলে (অন্যান্য অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোস ৯৫/৯৮/এনটি/২০০০ এর তৈরি পার্টিশন) সিস্টেম থেকে সকল পার্টিশন মুছে ফেলা হোক বেছে নিন।
যদি আপনার হার্ড ড্রাইভে যথেষ্ট ফঁাকা স্থান থাকে, তবে বিদ্যমান সকল পার্টিশন ও তথ্য অক্ষত রেখে লিনাক্স ইনস্টল করার জন্য সকল পার্টিশন অক্ষত রেখে ফঁাকা স্থান ব্যবহার করা হোক বেছে নিন।
যে হার্ড ড্রাইভে (বা ড্রাইভসমূহে) ইনস্টল করতে চান তা মাউস ব্যবহার করে বেছে নিন। যদি আপনার কম্পিউটারে একাধিক হার্ড ড্রাইভ থাকে, তবে যে হার্ড ড্রাইভে (বা ড্রাইভসমূহে) ইনস্টল করা হবে তা বেছে নিতে পারেন। অবাছাইকৃত হার্ড ড্রাইভ এবং উক্ত ড্রাইভে সঞ্চিত তথ্যে কোন পরিবর্তন করা হবে না।
পুনর্বিবেচনা নামক অপশনটি বেছে নিয়ে আপনি স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরিকৃত পার্টিশনসমূহের বৈশিষ্ট্য পুনর্বিবেচনা ও প্রয়োজন মত পরিবর্তন করতে পারবেন।
এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী নামক বাটনটি চাপুন।