গ্রাফিক্যাল ইন্টারফেস (এক্স) কনফিগারেশন

যদিও ইনস্টল প্রক্রিয়াটি সিস্টেমের ভিডিও কার্ডটি নিখঁুতভাবেই সনাক্ত করার চেষ্টা করে, তবুও প্রয়োজন বোধ করলে আপনি অন্য একটি ভিডিও কার্ড বেছে নিতে পারেন।

ভিডিও কার্ড বেছে নেয়া হয়ে গেলে কার্ডটির ভিডিও র্যামের পরিমাণ বেছে নিন।

যদি আপনি মনে করেন যে, আপনার বেছে নেয়া মানগুলো সঠিক নয়, তবে আদিমান পুনরুদ্ধার হোক নামক বাটনটিতে ব্যবহার করে ইনস্টল প্রক্রিয়াকর্তৃক সনাক্তকৃত মানগুলো ব্যবহার করতে পারেন।

যদি আপনি এক্স (X Window) কনফিগার করার কাজটি ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর করতে চান অথবা আদৌ করতে না চান, তবে এক্স কনফিগারেশন এড়িয়ে যাওয়া হোক বেছে নিন।