যে প্যাকেজ (অ্যাপলিকেশন) সংকলনগুলো আপনি ইনস্টল করতে চান তা বেছে নিন। কোন প্যাকেজ সংকলনকে বেছে নেয়ার জন্য তার পাশের চেকবাক্সে ক্লিক করুন।
কোন প্যাকেজ সংকলন বেছে নেয়ার পর উক্ত সংকলনের কোন কোন প্যাকেজ ডিফল্ট হিসেবে ইনস্টল করা হবে তা জানার জন্য বা অন্যান্য ঐচ্ছিক প্যাকেজ এই ইনস্টল তালিকায় যোগ করার বা তালিকা থেকে সরিয়ে ফেলার জন্য বিস্তারিত চাপুন।