fdasd ব্যবহার করে

যে ড্রাইভটিকে পার্টিশন বা ফরম্যাট করতে চান তা বেছে নিন। fdasd বাটনে ক্লিক করলে fdasd এর পার্টিশন প্রক্রিয়া পরিচালনাকারী পর্দা দেখা যাবে। এরপর আপনি fdasd ব্যবহার করে চিহ্নিত হার্ড ড্রাইভে পার্টিশন তৈরি, মুছে ফেলা বা পরিবর্তন করতে পারবেন। dasdfmt বাটনে ক্লিক করলে আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনি আসলেই চিহ্নিত ড্রাইভে সঞ্চিত সকল তথ্য নষ্ট করে ফেলতে চান কিনা। তবে এই ধাপটি শুধুমাত্র নতুন/ফরম্যাটবিহীন বা আংশিক ফরম্যাটকৃত ড্রাইভের ক্ষেত্রেই প্রযোজ্য।

যদি আপনি fdasd ব্যবহার করতে না চান তবে পূর্বাবস্থান চেপে পূর্ববর্তী পর্দায় ফিরে যান এবং fdasd ব্যবহার করা হোক বাতিল করুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে এগিয়ে যান।

fdasd ব্যবহার করে ড্রাইভ পার্টিশন করা হয়ে গেলে আপনি এই পর্দায় ফিরে আসবেন। fdasd ব্যবহার করে যদি অপর কোন হার্ড ড্রাইভ পার্টিশন করতে চান তবে তা বেছে নিন। অন্যথায় পরবর্তী বাটনে ক্লিক করে ডিস্ক ড্রুইড এর সাহায্যে পার্টিশনগুলো মাউন্ট করার অবস্থান নির্ধারণ করুন।

সাহায্য প্রয়োজন হলে m চেপে সকল কমান্ডের একটি তালিকা দেখুন।

বহুল ব্যবহৃত কিছু কমান্ড: