আপনি পুনঃকনফিগারেশন মোডে প্রবেশ করেছেন। এখানে আপনার সিস্টেমের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কনফিগার করতে পারবেন। কিছু পরিবর্তন না করে প্রস্থান করতে চাইলে 'না' বেছে নিন ও নিচে প্রদর্শিত পরবর্তী বাটনটি চাপুন।
কনফিগারেশনের সময় মাউসের সাহায্যে আপনি বিভিন্ন অপশন বেছে নিতে পারবেন। এছাড়া ট্যাব ও Enter চেপেও একই কাজ করা যায়।
এই পর্দাগুলোতে আগে-পিছে যাওয়ার জন্য পরবর্তী এবং পূর্বাবস্থান বাটন ব্যবহার করুন। পর্দায় প্রদর্শিত তথ্য সংরক্ষণ (Save) করে পরবর্তী পর্দায় যেতে হলে পরবর্তী নামক বাটনটি চাপুন; আর পূর্ববর্তী পর্দায় যেতে হলে চাপুন পূর্বাবস্থান নামক বাটন।
সহায়িকা প্রদর্শনকারী এই পর্দাটিকে গুটিয়ে রাখার জন্য সহায়িকা আড়াল করা হোক নামক বাটনটি চাপুন।