গ্রাফিক্স কনফিগারেশন ইচ্ছামাফিক পরিবর্তন করা হোক

এক্স (X Window) কনফিগার করার জন্য রঙের গভীরতা ও রেজলুশন সঠিকভাবে বেছে নিন।

কোন সফটওয়ার বা হার্ডওয়ার যতটি রং'কে পৃথক পৃথকভাবে ফুটিয়ে তুলতে পারে, তাকে বলা হয় রঙের গভীরতা

পর্দার রেজলুশন হল সমগ্র পর্দার মোট বিন্দুর (পিক্সেল) সংখ্যা।

@RHL@ ইনস্টল হওয়ার পর প্রতিবার সিস্টেম বুট হয়ে গ্রাফিক্যাল বা টেক্সট - এ দুটোর কোন অবস্থায় যাবে তাও নির্ধারণ করতে পারেন। যদি না কোন বিশেষ প্রয়োজন থাকে তবে বুট করে গ্রাফিক্যাল অবস্থায় (অনেকটা উইন্ডোস-এর মত) যাওয়ার পরামর্শ দেয়া যাচ্ছে। আর যদি বুট করে টেক্সট মোডে যান তবে একটি কমান্ড প্রম্পট দেখতে পাবেন (অনেকটা ডস-এর মত)।