সিস্টেমে যদি কোন নেটওয়ার্ক ডিভাইস থাকে তবে ইনস্টল প্রোগ্রামটি তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করবে ও তারপর নেটওয়ার্ক ডিভাইস নামক তালিকায় তুলে ধরবে।
নেটওয়ার্ক ডিভাইসটি কনফিগার করার জন্য প্রথমে ডিভাইসটি চিহ্নিত করুন ও তারপর এডিট বাটনে ক্লিক করুন। ইন্টারফেস এডিট করা নামক পর্দায় ডি.এইচ.সি.পি. (DHCP) কর্তৃক বা আপনি নিজ হাতে আইপি ও নেটমাস্ক-এর মান নির্ধারণ করতে পারবেন। তাছাড়া বুট হওয়ার সময় ডিভাইসটি সক্রিয় হবে কি হবে না তাও আপনি বেছে নিতে পারবেন।
যদি আপনার ডি.এইচ.সি.পি. (DHCP) ব্যবহারের সুযোগ না থাকে অথবা এ সংক্রান্ত তথ্যের ব্যাপারে অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহপূর্বক আপনার নেটওয়ার্ক অ্যাডমিনস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
আপনার সিস্টেমটি যদি বৃহত্তর কোন নেটওয়ার্কের অংশ হয় যেখানে ডিএইচসিপি-র (DHCP) মাধ্যমে হোস্টনাম প্রদান করা হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে ডিএইচসিপি-র (DHCP) মাধ্যমে বেছে নিন। অন্যথায় নিজ হাতে বেছে নিন ও তারপর একটি হোস্টনাম লিখুন (যেমন name.example.com)। যদি আপনি কোন হোস্টনাম না উল্লেখ করেন তবে সিস্টেমের নাম হবে "localhost"।
সবশেষে, যদি নিজ হাতে আই.পি. (IP) ও নেটমাস্ক লিখে থাকেন, তবে আপনি গেটওয়ে'র ঠিকানা ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডি.এন.এস.-এর (DNS) ঠিকানাও লিখতে পারেন।