ইনস্টল প্রক্রিয়ার ধরন

কোন একটি ইনস্টল প্রক্রিয়া বেছে নিন। আপনি যে অপশনগুলো (অগ্রসর সার্ভার এবং ইচ্ছামাফিক) বেছে নিতে পারেন, নিম্নে তার সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল।

অগ্রসর সার্ভার ধরনের ইনস্টল প্রক্রিয়া উচ্চক্ষমতা সম্পন্ন সার্ভার তৈরির জন্য আদর্শ। এসব সার্ভারকে লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে সচল রাখা হয়। অগ্রসর সার্ভার ইনস্টল প্রক্রিয়ায় আপনি এক্স উইন্ডো ইনস্টল করারও সুযোগ পাবেন। তাছাড়া এই ইনস্টল প্রক্রিয়ায় একাধিক কম্পিউটারকে ক্লাস্টারিং করে উচ্চ ক্ষমতা অর্জন করা যায় ও এভাবে একটি শক্তিশালী সার্ভারের সকল সুবিধা আদায় করা যায়।

ইচ্ছামাফিক ইনস্টল প্রক্রিয়াটিই আপনাকে দেবে ইনস্টল প্রক্রিয়ার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। সিস্টেমে কোন প্যাকেজটি ইনস্টল করা হবে আর কোনটি ইনস্টল করা হবে না, তার সবকিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া সিস্টেম বুট করার জন্য গ্রাব (GRUB) ব্যবহার করা হবে কি না তাও আপনি নির্ধারণ করতে পারবেন। তবে আপনার যদি লিনাক্স সংক্রান্ত কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে, তবে এই ইনস্টল প্রক্রিয়াটি বেছে না নেয়াই ভাল।

এই ইনস্টল প্রক্রিয়াগুলোর পার্থক্য সম্পর্কে আরো জানতে হলে প্রোডাক্ট ডকুমেন্টেশন দেখুন।