যে ড্রাইভটি পার্টিশন করতে চান তা বেছে নিন। ড্রাইভের ওপর ক্লিক করলে fdasd-এর সাহায্যে পার্টিশন তৈরির পর্দা দেখতে পাবেন। এ অবস্থায় আপনি fdasd ব্যবহার করে বাছাইকৃত হার্ড ড্রাইভে পার্টিশন তৈরি, মুছে ফেলা বা পরিবর্তন করতে পারবেন।
যদি আপনি fdasd ব্যবহার করতে না চান তবে পূর্বাবস্থান চেপে পূর্ববর্তী পর্দায় ফিরে যান এবং fdasd ব্যবহার করা হোক বাতিল করুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে এগিয়ে যান।
fdasd ব্যবহার করে ড্রাইভ পার্টিশন করা হয়ে গেলে আপনি এই পর্দায় ফিরে আসবেন। fdasd ব্যবহার করে যদি অপর কোন হার্ড ড্রাইভ পার্টিশন করতে চান তবে তা বেছে নিন। অন্যথায় পরবর্তী বাটনে ক্লিক করে ডিস্ক ড্রুইড এর সাহায্যে পার্টিশনগুলো মাউন্ট করার অবস্থান নির্ধারণ করুন।