যেখানে @RHL@ ইনস্টল করতে চান তা বেছে নিন।
পরবর্তীতে আপনাকে পার্টিশনের জন্য মাউন্ট করার অবস্থান নির্ধারণ করতে হবে। এজন্য কোন একটি পার্টিশন বেছে নেয়ার পর এডিট বাটনে ক্লিক করুন।
চিত্রের সাহায্যে হার্ড ড্রাইভকে (বা ড্রাইভসমূহকে) উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন পার্টিশনের জন্য কি পরিমাণ স্থান বরাদ্দ করা হয়েছে তা আপনি দেখতে পারেন।
ছবির নিচে আপনি ফাইল সিস্টেমের একটি ক্রমবিন্যাস (hierarchy) দেখতে পাবেন যেখানে বিদ্যমান পার্টিশনগুলোকেও দেখানো হয়েছে। মাউস ব্যবহার করে কোন পার্টিশনকে চিহ্নিত করতে হলে একবার ক্লিক করতে হবে আর পার্টিশন এডিট করতে হলে দুইবার ক্লিক করতে হবে।
এডিট নামক মাঝের বাটনটি পার্টিশন তৈরির সফটওয়ারের কাজকর্ম নিয়ন্ত্রণ করে।
এডিট: বর্তমানে চিহ্নিত কোন পার্টিশনের মাউন্ট করার অবস্থান পরিবর্তনের জন্য এই বাটনটি ব্যবহার করুন। নিজ হাতে ডিস্কের ফঁাকা স্থান (যদি থাকে) এডিট করেও আপনি পার্টিশন তৈরি করতে পারেন। এভাবে ডিস্কের ফঁাকা স্থান এডিট করাটা অনেকটা fdasd ব্যবহার করার মত; কারণ এক্ষেত্রেও ফঁাকা স্থানের যেখানে পার্টিশনটি আরম্ভ ও শেষ হবে তা আপনি বেছে নিতে পারেন।