Root পাসওয়ার্ড নির্ধারণ করুন

শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনস্ট্রেশনের কাজেই root অ্যাকাউন্টটি ব্যবহার করুন। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর সাধারণ কাজকর্মের জন্য root এর মত ক্ষমতাধারী নয় এমন একটি অ্যাকাউন্ট তৈরি করুন। আর এধরণের সাধারণ অ্যাকাউন্ট থেকে কাজ চালানোর সময় দ্রুত সিস্টেমের কিছু মেরামত করতে হলে su - কমান্ড ব্যবহার করুন। এই সাধারণ নিয়মগুলো মেনে চললে ভুল বশতঃ সিস্টেমের বড় ধরনের ক্ষতি করে ফেলার সম্ভাবনা অনেক কমে আসবে।