পরিচয় প্রমাণ প্রক্রিয়া কনফিগারেশন

যদি নেটওয়ার্কের জন্য পাসওয়ার্ড নির্ধারণ করার কোন পরিকল্পনা না থাকে তবে এই অংশটি এড়িয়ে যেতে পারেন। এ অবস্থায় কি করা দরকার তা যদি বুঝে উঠতে না পারেন তবে আপনার সিস্টেম অ্যাডমিনস্ট্রেটরকে জিজ্ঞাসা করুন।

যদি না আপনি এন.আই.এস. (NIS) পাসওয়ার্ড প্রক্রিয়া স্থাপন করেন তবে দেখতে পাবেন যে MD5 এবং Shadow উভয় ধরনের পাসওয়ার্ডই বেছে নেয়া হয়েছে। এই দুই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে সিস্টেমের জন্য সর্বাধিক নিরাপত্তা পাওয়া যাবে।